ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ভারত-পাকিস্তান খেলা নিয়ে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৫:০৪ পিএম
ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা আর উন্মাদনার পারদ আকাশ ছোঁয়া। তবে এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগের সেমিফাইনাল ম্যাচের আগে সেই উত্তেজনার পরিবর্তে জন্ম নিয়েছে এক নতুন বিতর্ক।

৩১শে জুলাই অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের প্রধান স্পনসর ইজমাইট্রিপ (EaseMyTrip) আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছে, যা ক্রীড়ামহল এবং জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইজমাইট্রিপের সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি তাদের এই সিদ্ধান্তের কথা এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমরা কোনোভাবেই যুক্ত থাকছি না। তার এই মন্তব্যে দেশপ্রেমের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।

কিছু জিনিস খেলাধুলার চেয়েও বড় দেশপ্রেম, তারপর ব্যবসা। পিট্টি আরও যোগ করেন যে, ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তারা অভিনন্দন জানালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে তারা শুধুমাত্র একটি খেলা হিসেবে দেখছেন না।

তার স্পষ্ট বার্তা, ক্রিকেট আর সন্ত্রাস একসাথে চলতে পারে না।

দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। শুধুমাত্র আইসিসি বা অন্যান্য মাল্টি-ন্যাশেনাল টুর্নামেন্টেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হয়।

এই বছরের শুরুতেও গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে খেলা বয়কট করেছিল ভারতীয় দল। এবার সেমিফাইনাল ঘিরে সৃষ্ট এই বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ মনোজ তিওয়ারি পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি মন্তব্য করেছেন যে, এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি হওয়া অনুচিত। উল্লেখ্য, আগামী ১৪ই সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে পাকিস্তানের।