ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

সোহানকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:০৮ পিএম
নুরুল হাসান সোহান। ছবি- সংগৃহীত

চলতি মাসেই অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দলও। এই উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। 

অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে এই দলের অধিনায়ক করা হয়েছে।

গত বছর (২০২৪) প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ 'এ' দল এবং ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে গিয়েছিল। 

এবার দ্বিতীয়বারের মতো তারা অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছে। সোহানের নেতৃত্বে থাকা দলটি আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা থেকে ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবে।

আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ 'এ' দল মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তান শাহীনসের (পাকিস্তান 'এ' দল)। 

এই জনপ্রিয় টুর্নামেন্টে পাকিস্তান শাহীন্স এবার তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে।

বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের এক দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে। দলে রয়েছেন সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন এবং ইয়াসির আলী চৌধুরীর মতো পরিচিত মুখ। 

একই সাথে তরুণ ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল এবং মুশফিক হাসানের মতো খেলোয়াড়রাও সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ 'এ' দল স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল, এবং হাসান মাহমুদ।