২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারিতে নাম জড়ানোর অভিযোগে করা ১০০ কোটি রুপির মানহানি মামলায় সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাক্ষ্য রেকর্ড করার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।
বিচারপতি সি.ভি. কার্তিকেয়ান ধোনির পক্ষ থেকে প্রমাণ গ্রহণের জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন। ধোনি ব্যক্তিগতভাবে আদালতে হাজির হবেন না, কারণ তার উপস্থিতি জনসমাগম ও বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি করতে পারে।
২০১৪ সালে ধোনি এই মামলা করেছিলেন দুই জনপ্রিয় সংবাদমাধ্যম ও এক সাংবাদিকের বিরুদ্ধে, অভিযোগ ছিল—আইপিএল বেটিং বিতর্ক নিয়ে টেলিভিশন বিতর্কে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়। মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ১০০ কোটি রুপি।
দশ বছর ধরে ঝুলে থাকা মামলা
'দ্য হিন্দুর' প্রতিবেদন অনুযায়ী, ধোনির সিনিয়র আইনজীবী পি.আর. রমন আদালতে একটি হলফনামা দাখিল করে দ্রুত বিচার শুরুর অনুরোধ জানান।
ধোনি ওই হলফনামায় উল্লেখ করেন, আদালতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার নিষ্পত্তিতে কোনো বিলম্ব যেন না হয়, সে জন্যই এই আবেদন করছি। আমি অ্যাডভোকেট কমিশনারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব এবং আদালতের নির্দেশ মেনে চলব।
আইপিএল ইতিহাসের বড় বিতর্ক
২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারি টুর্নামেন্টের ইতিহাসে বড় কলঙ্ক হিসেবে বিবেচিত হয়। ওই ঘটনায় তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন এবং দুই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস—দুই বছরের জন্য নিষিদ্ধ হয় শীর্ষ কর্মকর্তাদের বেটিং কার্যকলাপে জড়িত থাকার কারণে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালের আগস্টে অবসর নেওয়া ধোনি এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন