ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে যা বলল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:৪০ পিএম
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত তদন্ত কমিটির সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।

একইসঙ্গে, প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানোর অভিযোগ এনে এটিকে ‘গভীরভাবে সম্মানহানিকর’ বলে অভিহিত করেছে দলটি।

গতকাল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা ক্যাপিটালসের নাম উঠে আসার পর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, তারা শুরু থেকেই বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে এবং তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করছে।

তারা আরও জানিয়েছে যে, যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে ফ্র্যাঞ্চাইজি নিজেই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে।

তবে, ম্যানেজমেন্টের ওপর সরাসরি দায় চাপানোর বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। তাদের মতে, স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিপর্যায়ের বিষয়, তাই কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত কি না- তা আগে থেকে জানা তাদের পক্ষে সম্ভব নয়।

এ ধরনের অভিযোগ ফ্র্যাঞ্চাইজি এবং তাদের অংশীদারদের জন্য সম্মানহানিকর বলে তারা উল্লেখ করে।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করেছে এবং সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাস করে।

দলটি তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে সমর্থকদের বিপিএল শিরোপা উপহার দেওয়ার আশা প্রকাশ করেছে।

এদিকে, বিসিবির গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহের মধ্যে তাদের প্রাথমিক প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেবে বলে জানা গেছে।