ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে আবারও ‘নাম্বার ওয়ান’ মহারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:১০ পিএম
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যার মূলে রয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের দুর্দান্ত পারফরম্যান্স।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ আবারও ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন।

২৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান, যার ফলস্বরূপ তার দল ৯৮ রানের বিশাল জয় পায়।

এই পারফরম্যান্সের সুবাদে তিনি ভারতের কুলদীপ যাদব এবং শ্রীলঙ্কার মহীশ তিকশানাকে টপকে ১ নম্বর স্থান দখল করেন। এর আগে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর মাসেও তিনি কিছুদিনের জন্য শীর্ষে ছিলেন।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৮ রানে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস ১৫ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন।

একই সিরিজে ভালো পারফর্ম করে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম এবং ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার রোস্টন চেজ ৫ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠেছেন।

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও এসেছে কিছু পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন।

দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম চার ধাপ এগিয়ে ২১তম, টেম্বা বাভুমা পাঁচ ধাপ এগিয়ে ২৩তম এবং অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ছয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন। ওয়ানডে ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুবমান গিল।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও কয়েকজন খেলোয়াড়ের উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেভাল্ড ব্রেভিস ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ চার ধাপ এগিয়ে ২৫তম ও গ্লেন ম্যাক্সওয়েল ১০ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন।