দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির আসন্ন আসরে প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে।
প্রিটোরিয়া ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি তাদের আগের কোচ জোনাথন ট্রট-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এই কিংবদন্তি ক্রিকেটারকে নতুন দায়িত্ব দিয়েছে।
এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও দলগুলো ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
প্রিটোরিয়া ক্যাপিটালস এই আসরের জন্য গাঙ্গুলীকে বেছে নিয়েছে। এর আগে তিনি এই ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছিলেন।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর গাঙ্গুলী বিভিন্ন সময়ে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। যদিও পরে তিনি ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব নেন।
বিসিসিআই থেকে সরে আসার পর তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ শুরু করেন, যা প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানাধীন প্রতিষ্ঠান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন