ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই বিরল কীর্তি গড়লেন তিনি।
সিপিএল-এ আন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ম্যাচে নিজের দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি ম্যাচসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ১১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন সাকিব। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৫০২।
সাকিবের এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সেন্ট কিটস দল ১৩৩ রানেই গুটিয়ে যায়।
ব্যাট হাতেও অসাধারণ অবদান রাখেন এই অলরাউন্ডার। মাত্র ১৮ বলে ২৫ রানের এক কার্যকর ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত তার দল ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে জয় নিশ্চিত করে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট শিকার করা বোলারদের অভিজাত ক্লাবে এখন সাকিবের নামও যুক্ত হলো।
এই তালিকায় এখন আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ইমরান তাহির এবং ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ডোয়াইন ব্রাভো ও সুনীল নারিন।