ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০২:০৮ পিএম
বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তাদের সব মনোযোগ এখন শুধু নেদারল্যান্ডস সিরিজের ওপর।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এই সিরিজকে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কোচের বক্তব্যে ভিন্ন সুর শোনা যায়।

ফিল সিমন্স বলেন, আমাদের চিন্তায় এশিয়া কাপ নেই। আপাতত আমাদের মনোজগতে শুধুই নেদারল্যান্ডস।

বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতিতে জয় পেলে প্রশংসা এবং হারলে তীব্র সমালোচনার বিষয়টি নতুন নয়। তুলনামূলকভাবে দুর্বল দল নেদারল্যান্ডসের কাছে হারলে সমালোচনার ঝড় বয়ে যাবে, এমনটা অনুমেয়।

তবে এসব নিয়ে চিন্তিত নন ফিল সিমন্স। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে ভালো খেলা।

প্রস্তুতির পর দলের পারফরম্যান্সের মান কেমন দেখতে চান- এমন প্রশ্নের জবাবে সিমন্স সরাসরি বলেন, মিরপুরের পারফরম্যান্সকে তিনি ধর্তব্যের মধ্যে আনছেন না। বরং, শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পারফরম্যান্সকেই তিনি দলের জন্য বেঞ্চমার্ক হিসেবে ধরেছেন।

অন্যদিকে, ডাচ কোচ রায়ান কুক এই সিরিজকে নিজেদের শক্তি প্রমাণের একটি দারুণ সুযোগ হিসেবে দেখছেন। তিনি জানান, তারা বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

সিলেটের উইকেট তাদের আরও বেশি আশাবাদী করে তুলেছে, যা তাদের লড়াইয়ে নামার সাহস যোগাচ্ছে।