বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই গত মে মাসে আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তিনি একটি দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলে চলে যেতে চান। তবে সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, এবং এখন বিসিবির পরিচালক পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় আমিনুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। তবে তখন তিনি এর কোনো কারণ ব্যাখ্যা করেননি। বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।
আমিনুল ইসলাম জানান, এই সিদ্ধান্তের পেছনে একটিই মূল কারণ রয়েছে। তিনি যে কাজগুলো শুরু করেছিলেন, সেগুলোকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে চান এবং মাঝপথে ফেলে রাখতে চান না।
তিনি বলেন, যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলছে এবং এই কাজগুলো অর্ধেক ফেলে না রেখে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটাই একটা মূল কারণ এখানে কন্টিনিউ করতে চাওয়ার।
'কুইক টি-টোয়েন্টি ইনিংস' মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কুইক ইনিংসটা তো এখনো শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। কন্টিনিউ যদি করতে পারি, টি-টোয়েন্টি থেকে ফিফটি-ফিফটিতে যাব।
আমিনুল ইসলাম আরও জানান, তিনি এখনো জানেন না কোন ক্যাটাগরি থেকে নির্বাচন করবেন। বিসিবি নির্বাচন হয় মূলত তিনটি ক্যাটাগরিতে: ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা, এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠান।
তিনি বলেন, তার কোনো ক্লাব নেই, তাই সেখান থেকে কাউন্সিলর হওয়ার সুযোগও নেই। একটি সূত্র জানিয়েছে, তিনি কোনো একটি বিভাগীয় ক্রীড়া সংস্থা অথবা সাবেক অধিনায়ক হিসেবে কাউন্সিলরশিপ নিতে পারেন।
এদিকে একই পদে আগ্রহী জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আমিনুল জানান যে তাদের মধ্যে এ বিষয়ে কোনো কথা হয়নি।
তিনি বলেন, আমি আশা করব...সবার প্রতি শ্রদ্ধা থাকবে। তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিন শেষে এখানে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করব।
তামিম ইকবালও ইতিমধ্যে বিসিবির পরিচালক ও পরে সভাপতি হওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। একটি সূত্র অনুসারে, তিনি বর্তমান ও সাবেক কয়েকজন পরিচালককে নিয়ে একটি প্যানেলও তৈরি করেছেন।