ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

বুলবুলকে ভোটের আগে চেয়ার ছাড়তে বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:০৪ এএম
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট পাড়ায় এখন উত্তাপ ছড়াচ্ছে। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে এরই মধ্যে জমে উঠেছে নানা বিতর্ক।

বর্তমান সভাপতি আমিনুল এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিসিবির তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এরপরই বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমান সভাপতি আমিনুলের পদত্যাগের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় ওনার (আমিনুল) পদত্যাগ করে সভাপতির চেয়ার ছেড়ে দেওয়া উচিত। কারণ, এটা ফেয়ার থাকবে তার কোনো গ্যারান্টি নাই।’

তিনি আরও জানান, আমিনুল একজন সৎ ব্যক্তি, তাই তার উচিত নির্বাচনের এক মাস আগে পদত্যাগ করে একটি দৃষ্টান্ত স্থাপন করা। এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।

এদিকে, নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সভাপতি আমিনুল, যা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে নির্বাচনের স্বচ্ছতা এবং সরকারের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তামিম।

জানা গেছে, তামিম ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে লড়বেন। তার প্রাথমিক লক্ষ্য হলো পরিচালনায় যুক্ত হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখা।

তবে, বাকি পরিচালকদের সমর্থন পেলে ভবিষ্যতে তিনি সভাপতির পদে আসার আগ্রহ প্রকাশ করেছেন।