মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটরের পদ থেকে সরানো হয়েছে গামিনী ডি সিলভাকে। এখন থেকে তিনি দায়িত্ব পালন করবেন রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে।
দীর্ঘ ১৫ বছর ধরে মিরপুরের উইকেট তৈরির দায়িত্বে থাকা এই শ্রীলঙ্কান কিউরেটরকে মিরপুর থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১০ সাল থেকে গামিনী বিসিবির হয়ে কাজ করছেন। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট তৈরি এবং রক্ষণাবেক্ষণের প্রধান দায়িত্বে ছিলেন তিনি।
তবে তার বিরুদ্ধে প্রায় সময় ক্রিকেটার ও মাঠকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠত। এ সত্ত্বেও তিনি বছরের পর বছর বহাল ছিলেন নিজের পদে।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে নিম্নমানের উইকেট তৈরি করে বিতর্কে পড়েন গামিনী। ওই সিরিজের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এরপরই তাকে মিরপুর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।
তার জায়গায় নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে, যিনি বর্তমানে টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।
শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পর গামিনী তার নতুন দায়িত্বের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে তাকে মিরপুর থেকে বদলি করে রাজশাহীর টিকিট হাতে ধরিয়ে দেয় বিসিবি।
রাজশাহীতে বদলির মাধ্যমে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে তার ১৫ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটল। জানা গেছে, এই ভেন্যুতেই তিনি তার এক বছরের চুক্তির মেয়াদ পূর্ণ করবেন।