ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:১৫ পিএম
রোনালদো ও তার ছেলে। ছবি- সংগৃহীত

কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর পুত্র ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র এবার বাবার দেখানো পথেই আরও এক ধাপ এগিয়ে গেলেন। পর্তুগালের হয়ে ইতিহাস গড়া মহাতারকা যখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে, ঠিক তখনই তার ছেলে ডাক পেল পর্তুগালের জাতীয় দলের অনূর্ধ্ব-১৬ স্কোয়াডে।

তুরস্কে অনুষ্ঠিতব্য ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করেছেন প্রধান কোচ ফিলিপে রামোস। ২২ জনের এই দলে জায়গা করে নিয়েছে বর্তমানে সৌদি আরবের আল-নাসরের একাডেমিতে থাকা ‘জুনিয়র’।

উদীয়মান প্রতিভাদের তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুর্ধ্ব-১৬ জাতীয় দলগুলোর টুর্নামেন্টটি তুরস্কের আন্তালিয়া শহরে আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এমিরহান স্পোর্টস সেন্টারে হবে সবগুলো ম্যাচ।

ফেডারেশন কাপে গ্রুপ পর্বে পর্তুগাল মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের। পর্তুগিজদের প্রথম ম্যাচ স্বাগতিক তুরস্কের বিপক্ষে ৩০ অক্টোবর, এরপর ওয়েলসের বিপক্ষে ১ নভেম্বর এবং গ্রুপের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৪ নভেম্বর।

এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলেও নজর কেড়েছিল রোনালদো জুনিয়র। বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমে জোড়া গোল করে পর্তুগালকে একটি টুর্নামেন্টের ফাইনালে জিতিয়েছিল সেবার। 

বর্তমানে রোনালদো জুনিয়র সৌদি ক্লাব আল-নাসরের যুব দলে খেললেও এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব একাডেমিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।