ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

রক্ষণ জমাতে মরিয়া রিয়াল, আর্নল্ডের পর এবার দলে টানল নতুন ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৪:০৪ পিএম
হুইসেনকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে রক্ষণের দুর্বলতা ভুগিয়েছে রিয়াল মাদ্রিদকে, যার ফলে ট্রফিশূন্য হাতেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মরসুমে ঘুরে দাঁড়াতে এবং নিজেদের শক্তিশালী করতে কোমর বাঁধছে স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি।

 মৌসুম শেষ হওয়ার আগেই নতুন খেলোয়াড় দলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা।

এরই ধারাবাহিকতায় আলেকজান্ডার আর্নল্ড’র পর এবার নতুন একজন সেন্টার ব্যাককে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ২০৩০ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব বোর্নমাউথের ডিফেন্ডার ডিন হুইসেনকে নিজেদের শিবিরে যুক্ত করেছে তারা।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হুইসেনের ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধের মাধ্যমেই এই তরুণ তুর্কিকে দলে টেনেছে রিয়াল। 

খুব শীঘ্রই রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতেই লন্ডনে তার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলের মতো প্রায় সাতটি ক্লাব এই ডিফেন্ডারকে দলে পাওয়ার জন্য মুখিয়ে ছিল। তবে সকলকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ। 

এর মাধ্যমে কার্যত নিজের ঘরেই ফিরলেন হুইসেন। নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে তিনি স্পেনকেই বেছে নিয়েছেন।

নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেশেই বেড়ে উঠেছেন ২০ বছর বয়সী ডিন হুইসেন। মারবেলার কোস্তা ইউনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

গত গ্রীষ্মের দলবদলে ১২.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে বোর্নমাউথের হয়ে ৩৪টি ম্যাচ খেলে ৩টি গোলও করেছেন এই তরুণ ডিফেন্ডার।

হুইসেনকে জাতীয় দলে খেলানো নিয়ে নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যে জোর প্রতিযোগিতা ছিল। তবে নিজের বেড়ে ওঠার দেশ স্পেনকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন এই ফুটবলার। ২০২৫ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষেই অভিষেক হয় তার।