ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

নেইমার ফিরলেন-খেললেন, হেরে গেলেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০১:১০ পিএম
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে সিআরবির কাছে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সান্তোস। ১২ বছর পর কোপা দো ব্রাজিল খেলতে নামে, এদিন নেইমার মাঠে ফিরলেন-খেললেন, হেরে গেলেন। তার দল শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। 

সিআরবি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সান্তোস গোলরক্ষক গাব্রিয়েল ব্রাজাও দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। সান্তোসও বেশ কয়েকবার আক্রমণ করে কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্রাজাও দুর্দান্ত এক সেভ করেন।


  
এদিকে ম্যাচের গতি বদলে যায় ৬৫ মিনিটে, যখন ১২ বছর পর কোপা দো ব্রাজিলের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। গত ১৬ এপ্রিল অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পাওয়ার পর এই প্রথম মাঠে নামলেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই তারকা।

মাঠে নামার পর প্রথম দুই স্পর্শেই খেলার রূপ বদলে দেন নেইমার। তিনি দুইবার সতীর্থদের গোলের দারুণ সুযোগ করে দেন। ৮৬ মিনিটে মিকায়েল গোলরক্ষকবিহীন পোস্টের সামনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। 

এক মিনিট পর, ৮৭ মিনিটে দুর্দান্ত একটি ‘স্নুকার টাচে’ কর্নারের দিকে শট নেন নেইমার, তবে সিআরবি গোলরক্ষক মাতেউস আলবিনো অবিশ্বাস্যভাবে তা রক্ষা করেন।

শেষ পর্যন্ত খেলা পেনাল্টিতে গড়ালে গুইলহেরমে শট মিস করেন। ফলে ৫-৪ ব্যবধানে হেরে কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিতে হয় নেইমারের সান্তোসকে।