ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

জুভেন্টাসকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:১১ এএম
এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে প্রথম অ্যাসিস্ট করলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, আর তার দারুণ ক্রস থেকেই হেডে গোল করে জুভেন্টাসকে বিদায় করলেন গঞ্জালো গার্সিয়া। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ।

টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে শুরুর একাদশে ছিলেন ট্রেন্ট। প্রথমার্ধে কিছুটা নীরব থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে তার নিখুঁত ক্রস থেকেই আসে ম্যাচের একমাত্র গোল।

গার্সিয়ার জোরালো হেড আটকাতে পারেননি জুভেন্টাসের দুর্দান্ত ফর্মে থাকা গোলরক্ষক মিশেল দ্য গ্রেগোরিও।

ম্যাচের শুরুতে দারুণ সুযোগ পেয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। কোলো মুয়ানি এগিয়ে নিয়ে যেতে পারতেন দলকে, কিন্তু কেনান ইলদিজের পাস পেয়ে বল জালে না জড়িয়ে উঁচুতে মেরে বসেন। এরপর ইলদিজের এক দুর্দান্ত দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

জুভেন্টাসের রক্ষণে কিছুটা ফাঁক থাকলেও প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করেন গোলরক্ষক দ্য গ্রেগোরিও। জুড বেলিংহ্যামের কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন তিনি।

একইসাথে ফেদেরিকো ভালভার্দের একটি হেডও এক হাতে ফিরিয়ে দেন এই ২৭ বছর বয়সি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আলো ছড়ান দ্য গ্রেগোরিও। বেলিংহ্যাম ও ডিন হুইসেনের দুটি প্রচেষ্টা ফিরিয়ে দেন। তবে গার্সিয়ার শক্তিশালী হেড ঠেকাতে পারেননি তিনি।

৬৮তম মিনিটে গোলদাতা গার্সিয়ার জায়গায় মাঠে নামেন কিলিয়ান এমবাপে, যিনি গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে সেরে উঠে এই প্রথম টুর্নামেন্টে খেলতে নামলেন।

এদিকে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড সঙ্গে।