ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিলামে তোলা জার্সিটি কি ম্যারাডোনার?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১০ পিএম
মাঠে ১০ নম্বর জার্সি পরিহিত ডিয়েগো ম্যারাডোনা। ছবি- সংগৃহীত

‘কীর্তিমানের মৃত্যু নাই’—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গে এই বহুল প্রচলিত কথাটা আজও সত্য। ২০২০ সালের নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমালেও তার ফুটবল জাদুকরি মুহূর্তগুলো ভক্তদের হৃদয়ে চিরস্মরণীয়।

এবার জানা গেল, তার ঐতিহাসিক 'হ্যান্ড অব গড' ম্যাচের এক প্রতিপক্ষ খেলোয়াড়ের জার্সি প্রায় ৫ কোটি টাকায় নিলামে উঠতে যাচ্ছে।

১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ফুটবল ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' গোলের জন্য।

তবে যে জার্সির কথা বলা হয়েছে, সেটা প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির নয়। বিবিসি গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনের জার্সি নিলামে তোলা হয়েছে।

নিলামে এই জার্সির সর্বোচ্চ দাম ৩ লাখ পাউন্ড হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৫ কোটি টাকা (৪ কোটি ৯০ লাখ টাকা)।

যুক্তরাজ্যের এক স্মারক সংগ্রাহক ব্যক্তি ১৯৮৬ বিশ্বকাপে শিলটনের পরিহিত এই জার্সিটি নিলামে তুলবেন। এই নিলাম আগামী জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে অনুষ্ঠিত হতে পারে।

গ্রাহাম বাড নিলাম প্রতিষ্ঠানের ক্রীড়া সরঞ্জাম নিলামের প্রধান ডেভিড কনভেরি 'ফটো ম্যাচিং' করে জার্সির সত্যতা যাচাই করেছেন। কনভেরি বলেন, ‘কিছুটা ছেঁড়া থাকলেও ভালো অবস্থায় আছে সেটা (জার্সি)।’

একই নিলামে বিশ্বকাপের আরও কিছু গুরুত্বপূর্ণ স্মারক তোলা হবে। এর মধ্যে রয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক।

এবং ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কসের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পদক। উল্লেখ্য, ব্যাঙ্কস ২০১৯ সালে এবং পেলে ২০২২ সালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন।