ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৫:১১ পিএম
ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ও গ্রুপ নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ।

এদিকে ম্যাচ হারলেও সেরা রানার্সআপ হিসেবে তাদের সুযোগ থাকতে পারে এখনো। চূড়ান্ত টুর্নামেন্টে সুযোগ পাওয়ার জন্য এখন অন্য গ্রুপের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে আফঈদা খন্দকারদের।

ম্যাচের প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও ১-১ সমতায় বিরতিতে গিয়েছিল পিটার জেমস বাটলারের শিষ্যরা। 

কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে তারা এবং একের পর এক গোল হজম করে বড় ব্যবধানে হেরে যায়।

ম্যাচ শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। তবে বেশিরভাগ সময় বল দখলে রেখে পাসিং ও প্লেসিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। 

ম্যাচের শুরুতেই গোল দিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে তা বেশি সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতির আগে আরও বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি সাগরিকা ও শিখারা। 

১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। এই অর্ধে বাংলাদেশের আক্রমণাত্মক খেলা দর্শকদের মনে আশা জাগিয়েছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো চিত্র পাল্টে যায়। ৪৮ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে গোল পেয়ে যায় কোরিয়া। এরপর থেকে লাগামহীনভাবে গোল হজম করতে থাকে বাংলাদেশ।

কোরিয়ার অধিনায়ক চো হে ইয়ং ৬০ মিনিটে তার দ্বিতীয় গোলটি করেন এবং খেলার ব্যবধান হয় ৩-১। পরবর্তীতে তার হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি।

এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লি হায়ুন। ৮৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। আর অতিরিক্ত সময়ে শেষ মিনিটে জিন হাইরিনের গোলে ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।