ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিতর্কের মুখে বিশ্বকাপের লাল জার্সি বাতিল করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:৩৯ পিএম
বিতর্কিত লাল রঙের জার্সি। ছবি- সংগৃহীত

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তাবিত বিতর্কিত লাল রঙের অ্যাওয়ে জার্সি বাতিল করেছে। তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে পিছু হটলো ফেডারেশন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম স্পোর্টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিবিএফের বর্তমান প্রেসিডেন্ট সামির জাউদ এই ঘোষণা দিয়েছেন।

গত এপ্রিলে যখন খবর ফাঁস হয় যে ব্রাজিল জাতীয় দলের অ্যাওয়ে জার্সি ঐতিহ্যবাহী নীল রঙের বদলে লাল হতে যাচ্ছে, তখন থেকেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

সমালোচকদের মতে, এই লাল রঙ ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বামপন্থী 'ওয়ার্কার্স পার্টি'র প্রতীকী রঙ।

অন্যদিকে, হলুদ ও সবুজ হলো ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের ব্যবহৃত রঙ, যা দীর্ঘদিন ধরে ব্রাজিল দলেরও প্রতিনিধিত্ব করে।

ফলে এই জার্সি রাজনৈতিক বিভাজনকে আরও উসকে দিতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে সামির জাউদ বলেন, নীল, হলুদ, সবুজ এবং সাদা আমাদের পতাকার রঙ এবং আমাদের জার্সিতে কেবল এই রঙগুলোই থাকা উচিত।

তিনি আরও জানান যে তিনি নিজেও ব্যক্তিগতভাবে লাল জার্সির বিপক্ষে ছিলেন, তবে তার কারণ রাজনৈতিক নয়।

তিনি নিশ্চিত করেছেন যে, ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি ইতোমধ্যে লাল জার্সির উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং তার পরিবর্তে নতুন নীল জার্সি তৈরির কাজ শুরু করেছে।

তিনি বলেন, এই বিতর্কিত লাল জার্সির সিদ্ধান্তটি তার পূর্বসূরি এদনালদো রদ্রিগেসের আমলে নেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্তের সমালোচনায় যোগ দিয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক পাওলো ভিনিসিয়ুস কোয়েলহো। তিনি তার কলামে লিখেছিলেন যে লাল জার্সির সিদ্ধান্তটি রাজনৈতিক সংবেদনশীলতার অভাবকে প্রকাশ করে।

নতুন করে নীল জার্সি ফেরানোর সিদ্ধান্তে অনেক সমর্থক এবং ক্রীড়া বিশ্লেষক স্বস্তি প্রকাশ করেছেন।