ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:৫৯ পিএম
ব্রাজিল জাতীয় ফুটবল দল। ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি দল সাজাতে চলেছেন বড় পরিবর্তনের ছোঁয়ায়। ইতালিয়ান এই কোচ ব্রাজিলীয় ফুটবলে নতুন প্রতিভা খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদন অনুযায়ী, তিনি দলের বেশ কিছু তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে নতুনদের সুযোগ দিতে চলেছেন। সবচেয়ে বড় খবর হলো, রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রোদ্রিগো আসন্ন দলে জায়গা নাও পেতে পারেন।

আনচেলোতির এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো, তিনি আর পুরনো তারকাদের ওপর নির্ভরশীল থাকতে চান না। গত কয়েক বছর ধরে ব্রাজিল দল যে তারকা-নির্ভর ফুটবল খেলেছে, আনচেলোতি সেই ধারা থেকে বেরিয়ে আসতে চাইছেন।

বিশেষ করে ভিনিসিয়াস এবং রোদ্রিগোর মতো খেলোয়াড়দের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী। এছাড়া দলের মূল তারকা নেইমারের ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা।

যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, নেইমারও হয়তো আর জাতীয় দলে ফিরবেন না।

আরও জানা গেছে, আনচেলত্তির পরিকল্পনায় বেশ কিছু নতুন মুখের আগমন ঘটতে যাচ্ছে। শোনা যাচ্ছে, জেনিটের মিডফিল্ডার লুইজ হেনরিকে এবং সাও পাওলোর তরুণ স্ট্রাইকার মার্কো অ্যান্টোনিও দলে সুযোগ পেতে পারেন।

এই নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে আনচেলোতি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি কেবল ইউরোপীয় লিগে খেলা খেলোয়াড়দের দিকেই নজর দিচ্ছেন না, বরং ব্রাজিলের ঘরোয়া লিগ থেকেও প্রতিভাদের খুঁজে বের করতে আগ্রহী।

ইএসপিএনের খবর অনুযায়ী, এই দলে ব্রাজিলীয় ফুটবলে খেলা খেলোয়াড়দের সংখ্যা বাড়বে।

এদিকে, সোমবার (২৫ আগস্ট) ব্রাজিল সময় বিকেল ৩:৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২:৩০ মিনিটে) আনুষ্ঠানিকভাবে দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।