রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, প্যারিস সাঁ জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার আগেই জার্মান বুন্দেসলিগার একাধিক ক্লাব তাকে দলে ভেড়াতে চেয়েছিল।
জার্মান গণমাধ্যম বিল্ড আম জোনটাগ-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, বায়ার্ন মিউনিখ আমাকে নিতে এসেছিল যখন আমি আরও কিছুটা তরুণ ছিলাম।
তখন মোনাকো আমাকে ছাড়তে প্রস্তুত ছিল। ডর্টমুন্ডও যোগাযোগ করেছিল। আরবি লাইপজিগও আগ্রহ দেখিয়েছিল। অন্তত এই তিনটি ক্লাব আমার মনে আছে।
এমবোপ্পে আরও বলেন, হয়তো আরও কেউ ছিল, কিন্তু আমি মনে করতে পারছি না।
তিনি আরও যোগ করেন, এখন সবাই আমাকে চাইছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
২০১৭ সালে মোনাকো ছেড়ে এমবাপ্পে যোগ দেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়ে সাত মৌসুম কাটানোর পর ২০২৪ সালে তিনি যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।