বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল পর্তুগাল। তবে হাঙ্গেরির বিপক্ষে এই জয় সহজে আসেনি। মঙ্গলবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল।
এই ম্যাচে গোল করে নতুন এক রেকর্ড গড়েছেন দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বে তার ৩৯তম গোল।
এই গোলের মাধ্যমে গুয়াতেমালার কার্লোস রুইসের পাশে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে তার গোল সংখ্যা এখন তিন বেশি।
শুধু তাই নয়, জাতীয় দলের হয়ে তার মোট গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১-এ, যা পুরুষ ফুটবলে সর্বোচ্চ। পর্তুগালের এই তারকা ফুটবলার আন্তর্জাতিক ম্যাচে ২২৩টি ম্যাচে অংশগ্রহণ করে ১৪১টি গোল করেছেন।
ম্যাচের শুরু থেকেই পর্তুগালকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় হাঙ্গেরি। ২১তম মিনিটে বারনাবাস ভার্গার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৬তম মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা গোল করে পর্তুগালকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫৮তম মিনিটে) রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু ৮৪তম মিনিটে আবারও ভার্গার গোলে সমতায় ফেরে হাঙ্গেরি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৮৬তম মিনিটে হোয়াও ক্যানসেলোর গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এফ'-এর শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের পর্তুগাল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল তারা।
এদিকে, ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে হাঙ্গেরি।