ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে বিতর্কের অভাব নেই। অনেক সময় কারও জয় নিয়ে প্রশ্ন উঠেছে, আবার অনেক সময় এই পুরস্কার গেছে প্রায় সর্বসম্মতভাবে।
ইতিহাসে নজর দিলে দেখা যায়, কয়েকজন ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে।
২০১১ সালে লিওনেল মেসি তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতেন। সেই বছর তিনি পান বিপুল ৪৭.৮৮ শতাংশ ভোট। দূরবর্তী দ্বিতীয় স্থানে ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো (২১.৬০ শতাংশ) এবং তৃতীয় ছিলেন বার্সেলোনার সতীর্থ জাভি (৯.২৩ শতাংশ)।
২০১৬ সালে ইউরো জয়ের পর তিনি ব্যালন ডি’অর পান ৪৭.৮৫ শতাংশ ভোট পেয়ে। দ্বিতীয় ছিলেন মেসি (২০.৩০ শতাংশ) এবং তৃতীয় অঁতোয়ান গ্রিজমান (১২.৭২ শতাংশ)।
সবচেয়ে বেশি ভোটে জয়ী ব্যালন ডি’অরজয়ীরা
লিওনেল মেসি (২০১১) – ৪৭.৮৮%
ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৬) – ৪৭.৮৫%
লিওনেল মেসি (২০১২) – ৪১.৬০%
লিওনেল মেসি (২০১৫) – ৪১.৩৩%
করিম বেনজেমা (২০২২) – ৩৬.৯০%
এদিকে ২০২৫ সালের আসরে এখনো কোনো স্পষ্ট ফেভারিট নেই। ফলে এবার হয়তো এই তালিকায় জায়গা করে নেওয়ার মতো ভোটে আধিপত্য আর দেখা না-ও যেতে পারে।