ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাজিল দলে ফিরছেন থিয়াগো সিলভা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:১৬ পিএম
থিয়াগো সিলভা। ছবি- সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি অভিজ্ঞ ডিফেন্ডার এবং সাবেক অধিনায়ক থিয়াগো সিলভাকে।

তার বয়স এখন ৩৯ পেরিয়ে ৪০-এর কোঠায়। অনেকেই ধরে নিয়েছিলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গেছে।

তবে ব্রাজিলের নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে আবারও আশা জেগেছে। আনচেলত্তি সবসময় পারফরম্যান্স এবং ফিটনেসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি তিনি থিয়াগো সিলভাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

ব্রাজিলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা এই সেন্টার-ব্যাক সম্প্রতি ইউরোপ ছেড়ে শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে ফিরেছেন। গত জুন মাসে তিনি চেলসি ছাড়েন।

এরপর ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিলেন। প্রায় ৪০ বছর বয়সেও তার দুর্দান্ত পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

আনচেলত্তির সঙ্গে থিয়াগো সিলভার সম্পর্ক বেশ পুরোনো। এর আগে তারা দুজন ইতালিয়ান ক্লাব এসি মিলান এবং ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি) একসঙ্গে কাজ করেছেন। তাই তাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।

সাম্প্রতিক সময়ে আনচেলত্তি এবং সিলভার মধ্যে কথা হয়েছে। ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, ফ্লুমিনেন্সের এই তারকাকে জাতীয় দলের স্কোয়াডে পেলে তিনি খুশি হবেন।

একইসঙ্গে তিনি সিলভাকে ক্লাবের হয়ে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখারও পরামর্শ দিয়েছেন।

কেন তিনি সিলভাকে দলে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। তিনি লুকা মদ্রিচ এবং পাওলো মালদিনির মতো কিংবদন্তি খেলোয়াড়দের উদাহরণ টেনেছেন।

আনচেলত্তি বলেন, থিয়াগো সিলভাকে আমি খুব ভালোভাবে চিনি। আমিই তাকে এসি মিলান এবং পিএসজিতে নিয়ে এসেছি। ১০ দিন আগে তার সঙ্গে কথা হয়েছে। তাকে জাতীয় দলে ডাকার জন্য আমার তার বয়স বা পাসপোর্ট দেখার দরকার নেই।

যদি সে অন্য কারও চেয়ে ভালো খেলে, তবে তাকে নিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।