ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সিনসিনাটি ওপেন জিতলেন আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১২:৩৪ পিএম
স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ছবি- সংগৃহীত

সিনসিনাটি ওপেনের ফাইনালে চমকপ্রদ মোড় নেয় যখন শীর্ষ বাছাই ইতালিয়ান তারকা জানিক সিনার অসুস্থতার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান। এতে স্প্যানিশ তারকা ও দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ সহজেই শিরোপা জয় করেন।

প্রথম সেটে ৫-০ গেমে পিছিয়ে ছিলেন সিনার। তখনই তিনি কোর্টে দাঁড়িয়ে আর খেলতে পারবেন না বলে সংকেত দেন। মাত্র ২৩ মিনিট স্থায়ী হয় ফাইনাল ম্যাচটি। এ হারে থেমে যায় সিনারের হার্ডকোর্টে টানা ২৬ ম্যাচ জয়ের ধারা।

ট্রফি হাতে নিয়েও খুশি হতে পারছিলেন না আলকারাজ। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, এভাবে আমি শিরোপা জিততে চাই না। তোমার (সিনার) কষ্টটা আমি বুঝতে পারছি।

তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন, সবসময়ই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াও। এবারও তার ব্যতিক্রম হবে না।

সিনসিনাটিতে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য ছিল সিনারের সামনে। রজার ফেদেরারের পর কোনো খেলোয়াড়ের সেই কীর্তি গড়ার সুযোগ ছিল তার হাতের নাগালে। কিন্তু গরমে ক্লান্ত ও অসুস্থ শরীর তাকে ম্যাচ শেষ করতে দেয়নি।

দর্শকদের উদ্দেশে সিনার বলেন, আমি খুবই দুঃখিত। গতকাল থেকেই ভালো লাগছিল না। ভেবেছিলাম রাতের পর হয়তো শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু আরও খারাপ হলো।

চেষ্টা করেছি অন্তত কিছুটা খেলতে, কিন্তু আর পারিনি। এজন্য আমি দুঃখিত।

এদিকে আসন্ন ইউএস ওপেনের আগে সিনারের এই শারীরিক সমস্যাকে ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। তিনি কি ফ্লাশিং মিডোজে নতুন সংযোজিত মিশ্র দ্বৈত বিভাগে কাতেরিনা সিনিয়াকোভার সঙ্গী হতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।