ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চিলির জালে বাংলাদেশের ৩ গোল

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:১০ এএম

ভারতের মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ দল। আজ প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে ৩–০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দলের ম্যানেজার লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানান, বিশ্বকাপের মতোই চার কোয়ার্টারে অনুষ্ঠিত হয় প্রস্তুতি ম্যাচটি। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন আমিরুল, রাকিবুল ও জয়।

আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ম্যাচের সময়সীমা এখনো ঠিক হয়নি। 

রিয়াজুল হাসান বলেন, বিশ্বকাপের আগে প্রায় সব দলই অনুশীলন ম্যাচ খেলতে যাচ্ছে। এজন্য ভেন্যু সংকট, সময় ঠিক করতে একটু সমস্যা হচ্ছে।

বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দলকে বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডে ক্যাম্প করানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু ভিসা জটিলতায় সেই সফর বাতিল হয়। পরে সুইজারল্যান্ডের সঙ্গেই ভারতেই একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। দলের ডাচ কোচ আইকম্যান পারিবারিক কাজে দেশে থাকা শেষে গতকাল ভারতে যোগ দিয়েছেন।

এবারের অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২৪ দল। প্রতিটি গ্রুপে চারটি করে দল রাখা হয়েছে। র‌্যাংকিংয়ে পেছনে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়া।