দেশের তিন বিভাগে সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
বিশেষত চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারী বর্ষণের ফলে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে অধিদপ্তর।
পাঁচ দিনের সম্ভাব্য আবহাওয়া
মঙ্গলবার (২৯ জুলাই): প্রায় একইরকম বৃষ্টিপাত চলবে। তাপমাত্রা সামান্য কমতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বুধবার (৩০ জুলাই): সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৩১ জুলাই): একই ধারায় বৃষ্টি চলবে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার (১ আগস্ট): কয়েকটি বিভাগে ভারী বর্ষণের শঙ্কা, সামান্য তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সেইসঙ্গে সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।