পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের আটটি জেলার নিম্নাঞ্চল বৃষ্টিপাত বৃদ্ধির কারণে প্লাবিত হতে পারে।
মঙ্গলবার (১২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল বাড়ছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে দেশের উত্তরাঞ্চল ও ভারতের উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরে কমতে পারে।
বিশেষ করে ১২ থেকে ১৪ আগস্ট রংপুর বিভাগসহ সিকিম, হিমালয়, পশ্চিমবঙ্গ ও আসাম এলাকায় তিন দিনে ২০০-২৫০ মিলিমিটার ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।
১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, গঙ্গা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকবে এবং ১৫ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত ধীরে ধীরে কমতে শুরু করবে।
যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী চার দিনে পদ্মা নদীর পানি সতর্কসীমায় পৌঁছতে পারে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও মানিকগঞ্জের নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত পদ্মা নদীর পানি ধীরে ধীরে কমতে থাকবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন