ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবে নিহত ১৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৭:২৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপ জেরবা উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১০ জন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, চার অভিবাসী সাঁতরে তীরে উঠে আসার পর ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করা হয়।

স্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, নৌকাটিতে থাকা দুজন মরক্কোর নাগরিক ছাড়াও আরোহীরা সবাই তিউনিসিয়ার নাগরিক।

উল্লেখ্য, তিউনিসিয়ার এক বছরে উপকূলে নৌকাডুবিতে ১৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।