ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৪:২৭ পিএম

দ্বিতীয় দফায় চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির সপ্তম দিন শনিবার (২৫ জানুয়ারি) গাজার ফিলিস্তিন স্কয়ারে তাদেরকে আন্তর্জাদিক দাতব্য সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর হয়েছে। খবর আল জাজিরার।

এই চার নারী সেনা হলেন- করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। তারা ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক সেনা, যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলার সময় নাহাল ওজের একটি ঘাঁটি থেকে বন্দি করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের জন্য প্রাথমিক চিকিৎসা ও ব্যক্তিগত সহায়তা প্রদানের জন্য একটি রিসেপশন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসার পর হাসপাতালে নেয়া হবে এবং তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটানো হবে।

এদিকে, চারজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন । এটি হামাস এবং ইসরায়েলের মধ্যে চুক্তির আওতায় দ্বিতীয় দফার বন্দি মুক্তি।


চুক্তি অনুযায়ী, আজ যে ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছেন তাদের মধ্যে আল-কাসসাম ব্রিগেডের জেনিন শাখার কমান্ডার জাকারিয়া জুবাইদিও রয়েছে। ২০২১ সালে ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে খাবারের চামচ ব্যবহার করে গর্ত খুঁড়ে যেসব ফিলিস্তিনি বন্দি পালিয়ে এসেছিলেন জুবাইদি ছিলেন তাদের অন্যতম। কিন্তু পরে ইসরাইলি সেনারা জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে তার স্ত্রী ও সন্তানদের জিম্মি করার মাধ্যমে ৪৯ বছর বয়সি এই কমান্ডারকে আবার আটক করে নিয়ে যেতে সক্ষম হয়।