যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) পদে ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম চূড়ান্ত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির পর তাকে নিয়োগ দেওয়া হয়।
ভোটাভুটিতে ক্রিস্টি নোয়েম ৫৯ সিনেটরের সমর্থন লাভ করেন। আর তার বিপক্ষে অবস্থান নেন ৩৪ জন সিনেটর।
সাউথ ডাকোটার সাবেক গভর্নর ক্রিস্টি নোয়েম অভিবাসনবিরোধী কঠোর নীতির পক্ষে এবং তিনি অনুপ্রবেশকে আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন।
এখন থেকে তিনি ২ লাখ ৬০ হাজার কর্মী নিয়ে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নেতৃত্ব দেবেন। তার দায়িত্বের মধ্যে থাকবে সীমান্ত নিরাপত্তা, বৈধ অভিবাসন, জরুরি বিভাগ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ড ও সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধান।
ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার পদগুলোতে দ্রুত নিয়োগ নিশ্চিত করছেন। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ দায়িত্ব গ্রহণ করেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন