ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

নাইজেরিয়ায় ভারী বৃষ্টিতে বাড়িঘর ধসে নিহত ২১

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২৫, ০৫:২০ পিএম
ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টির ফলে ঘরবাড়ি ধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো প্রায় এক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।

নাইজেরিয়ান স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ইব্রাহিম হুসাইনি বলেন, রাজ্যের দুটি সম্প্রদায়ে অন্তত ৫০টি বাড়ি পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, ‘এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

জানা যায়, এপ্রিলে শুরু হওয়া বর্ষা মৌসুমে দেশটিতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেশি থাকে।ৎ

এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, জলবায়ু পরিবর্তনের ফলে পশ্চিম আফ্রিকায় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে, যার ফলে এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রাও বাড়ছে।

উল্লেখ, এর আগে ২০২২ সালে নাইজেরিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। সে সময় ৬০০’র বেশি মানুষ প্রাণ হারান এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।