জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় হানামাকি বিমানবন্দরে একটি মার্কিন সামরিক সিভি-২২ অস্প্রে বিমান জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে টোকিও থেকে প্রায় ৩০০ মাইল উত্তরে এই অবতরণ ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। খবর এবিসি নিউজ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আকাশে ওড়ার সময় যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পর টিল্ট-রোটর ধরনের এই বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি যুক্তরাষ্ট্রের মিসাওয়া বিমান ঘাঁটি থেকে তার হোম বেস, ইয়োকোটা বিমান ঘাঁটির উদ্দেশে যাচ্ছিল।
৩৫৩তম স্পেশাল অপারেশনস উইং-এর জনসংযোগ কর্মকর্তা প্রথম লেফটেন্যান্ট কুলেন ড্রেনখান জানান, ‘নির্ধারিত নিয়ম মেনে বিমানটি সতর্কতামূলকভাবে অবতরণ করে। এতে কেউ আহত হয়নি কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।’
জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি ট্যাক্সি করে এপ্রোন এলাকায় গিয়ে থামে এবং সেখানে ইউনিফর্ম পরিহিত কর্মীরা বিমানটি পরিদর্শন করেন।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনাস্থলে কর্মী পাঠিয়েছে এবং বিষয়টি নিয়ে মার্কিন বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।
এই ঘটনার মাত্র ছয় দিন আগে আকিতা প্রিফেকচারে আরেকটি মার্কিন অস্প্রে বিমান নিরাপত্তা পরিদর্শনের উদ্দেশ্যে অবতরণ করেছিল, যা মাটিতে পড়ে ছিল সাত ঘণ্টারও বেশি সময়।
উল্লেখ্য, ভি-২২ অস্প্রে মডেলের বিমানগুলোর অতীতে নানা দুর্ঘটনার রেকর্ড রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ জাপানের ইয়াকুশিমায় একটি অস্প্রে বিধ্বস্ত হয়ে আটজন সেনাসদস্য নিহত হন। ওই ঘটনার পর কিছু সময়ের জন্য এই মডেলের বিমান চলাচল বন্ধ রাখা হয়।
মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের ঘটনাটি সতর্কতামূলক অবতরণ ছিল এবং বিষয়টি নিয়ে তদন্ত ও মূল্যায়ন চলছে। পাইলট ও ক্রুদের নিরাপত্তা এবং জাপানের জনগণের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :