সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৮:১৪ পিএম

লন্ডনের রাস্তায় পানের দাগ, দোষ চাপল ভারতীয়দের ঘাড়ে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৮:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লন্ডনের রাস্তায় পানের লাল দাগ নিয়ে এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই এই বিশৃঙ্খলার জন্য অভিবাসী ভারতয়ীদের দায়ী করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে লন্ডনের হ্যারো বরো এলাকায় রাস্তা ও ডাস্টবিনের আশেপাশে স্পষ্টভাবে লাল দাগ দেখা যাচ্ছে।

হ্যারো অনলাইন নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রেনার্স লেন এবং নর্থ হ্যারো এলাকায় এসব দাগ বিশেষভাবে চোখে পড়ছে। রেনার্স লেনের বাসিন্দারা বলছেন, দোকান ও টেকওয়ে রেস্তোরাঁর সামনে গুটকা এবং চিবানোর তামাকজাত পণ্য বিক্রি হওয়ায় এমন দাগ এখন সেখানে সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয়দের কেন দায়ী করা হচ্ছে?

ভারতীয়দেরই একাংশ মনে করছেন, ভারতে গুটখা এবং পান খুব জনপ্রিয়। বহু মানুষ এগুলো খান। অন্যদিকে, লন্ডনে বহু ভারতীয় বসবাস করেন। সে কারণে রাস্তায় পান, গুটখার পিকের জন্য ভারতীয়দেরই দায়ী করা হচ্ছে।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে একজন মন্তব্য করেন, ‘ভারতীয়রা তাদের কাজ করেছে’। আরেকজন পরামর্শ দিয়ে বলেন, ‘ভিসা দেওয়ার সময় দাঁত পরীক্ষার প্রক্রিয়া করা শুরু করুন’।

এক্স হ্যান্ডেলে প্রায় একই রকম মন্তব্য দেখা গেছে। একজন ব্যবহাকারী ব্যঙ্গাত্মকভাবে বলেন, ‘আমরা যদি ভারতকে ইংল্যান্ডে পরিণত করতে না পারি তাহলে কী হবে? আমরা ইংল্যান্ডকে ভারতে পরিণত করব।’

অন্যান্য এক্স ব্যবহারকারীরা উল্লেখ করেছেন যে পানের দাগ এই শহরে নতুন নয়। আরেকজন স্মৃতিচারণ করে লেখেন, ‘২০০৫ সালে কাজের জন্য ইংল্যান্ডে গিয়েছিলাম। কিছু ভারতীয় খাবারের জন্য আকুল হয়ে লন্ডনের ওয়েম্বলিতে গিয়েছিলাম এবং ট্রেন থেকে নামার মুহূর্তে আমি সিঁড়িতে এবং সর্বত্র পান/গুটখার থুতুর দাগ দেখতে পাই।’

প্রসঙ্গত, লন্ডনে গুটখা বিক্রি নিষিদ্ধ নয়। সংবাদমাধ্যম হ্যারো অনলাইন জানিয়েছে, বিক্রেতা যদি এইচএমআরসি (হিস ম্যাজেস্টি’স রেভেনিউ অ্যান্ড কাস্টমস)-এ নাম নথিভুক্ত করেন এবং বিক্রির বিষয়ে সব নীতি-নিয়ম মেনে চলেন, তা হলে তার গুটখা বিক্রিতে কোনও বাধা নেই।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

Shera Lather
Link copied!