পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে তিন সপ্তাহের জন্য মোবাইল ডেটা সেবা বন্ধ রাখা হয়েছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। দীর্ঘদিন ধরে চলমান স্বল্পমাত্রার বিদ্রোহ সম্প্রতি আরও তীব্র আকার ধারণ করেছে এবং হামলার ঘটনাও বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা দেশে সন্ত্রাসবাদের কারণে যত প্রাণহানি হয়েছে, তার প্রায় ৬২ শতাংশই বেলুচিস্তানে ঘটেছে।
বেলুচিস্তান স্বরাষ্ট্র বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদেশজুড়ে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির’ কারণে ৩১ আগস্ট পর্যন্ত মোবাইল ডেটা সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অবাঞ্ছিত কোনো ঘটনা এড়াতে পুরো প্রদেশে ৩জি ও ৪জি সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
শাহিদ রিন্দ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ডেটা পরিষেবা স্থগিত করার কারণ—সন্ত্রাসীরা যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে এটি ব্যবহার করছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, সরকারের আগের একটি ঘোষণার ধারাবাহিকতা এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। গত মাসে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানি জাইরিনদের (ধর্মীয় তীর্থযাত্রী) কোয়েটা থেকে ইরান ও ইরাক সড়কপথে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর আগে ১১ মার্চ পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন বেলুচিস্তানে এক নজিরবিহীন হামলার শিকার হয়, যেখানে সন্ত্রাসীরা ট্রেনের ইঞ্জিনে গুলি চালিয়ে ৪০০ জন যাত্রীকে জিম্মি করে ফেলে।
গণমাধ্যম জানায়, এ ঘটনার পরই নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, ওই অভিযানে নিরাপত্তা বাহিনী ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
পরদিন ১২ মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের পর শুরু হওয়া অভিযান সফলভাবে শেষ হয়েছে এবং অভিযানে ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
আপনার মতামত লিখুন :