ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ব্যাংককে ৫ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৩:০৩ পিএম
হামলাকারীর সংগৃহীত ছবি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফুড মার্কেটে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও দুই নারী। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

এতে বলা হয়, ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওরতোরকোর মার্কেটে সোমবার এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়।

সেখান থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন এবং বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।

এদিকে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এ ছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে যাচ্ছেন এবং নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানীতে হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানিয়েছে পুলিশ। হামলাস্থল ওরতোরকোর মার্কেটটি উচ্চমানের তাজা ফল এবং সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত।