ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

যুদ্ধবিরতি নয়, ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০১:৪৩ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি- রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নতুন করে’ কিয়েভে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১১ আগস্ট) রাতে এক ভাষণে এ দাবি করেন তিনি।

বলেন, ‘গোয়েন্দা ও সামরিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে, পুতিন আমেরিকার সঙ্গে বৈঠককে কেবল তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে এবং তারপরে আগের মতোই কাজ চালিয়ে যেতে, আগের মতোই ইউক্রেনের ওপর একই চাপ প্রয়োগ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এ সময় রাশিয়া শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কায় সাক্ষাতের সময়সূচি ঠিক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।

এদিকে হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন–রাশিয়া দুই পক্ষকেই নিজেদের দখলকৃত কিছু ভূমি ছাড়তে হবে বলে জানান ট্রাম্প। বর্তমানে ইউক্রেনের এক পঞ্চমাংশ ভূমি রাশিয়ার দখলে থাকলেও মস্কোর কোন ভূখণ্ড কিয়েভের দখলে নেই।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার সাথে আলোচনার প্রথম দুয়েক মিনিটে তিনি বুঝতে পারবেন পুতিন শান্তি আলোচনা চায় কিনা। যদিও জেলেনস্কিকে ছাড়া এ আলোচনা ফলপ্রসূ হবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের এক ইঞ্চি মাটিও তিনি ছাড়তে রাজি নয়। শান্তি আলোচনার নামে ইউক্রেনের ভূমি দখলদারদের উপহার দেবে না বলেও জানিয়েছেন তিনি। তার এ বক্তব্যে সায় দিয়ে ইউক্রেনের পাশে শক্ত অবস্থান নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।