তুরস্কে একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির পশ্চিম ইজমির প্রদেশের সালিহ ইসগোরেন পুলিশ স্টেশনে ওই হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
তুরস্কের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে হামলার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। হামলার পর ১৬ বছর বয়সি হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে হামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে ইজমিরের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।
ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইজমিরের গভর্নর সুলেমান এলবান। বলেন, ‘আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি তদন্ত করছি। সন্দেহভাজন ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল কি না বা পূর্বে সে গ্রেপ্তার ছিল কি না সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।’