এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে ফের চাঞ্চল্যের দেখা দিয়েছে। এবার বোমা আতঙ্কে ভারতে ফেরার পথে থাইল্যান্ডে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া এআই৩৭৯ নামের একটি ফ্লাইট।
থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল বিমানটি। ১৫৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর পর হঠাৎ বিমানটিতে বোমা আতঙ্ক দেখা দেয়। এর পর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। পরে ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি।
ফুকেট বিমানবন্দরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার (১৩ জুন) ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ৩৭৯ এয়ারবাসটি টেক অফ করেছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। অবতরণের পরই বিমানের যাত্রীদের বের করে আনা হয়।
পরে অবশ্য গোটা বিমানে কোনোরকম বোমা পাওয়া যায়নি।
এয়ারপোর্টস অব থাইল্যান্ড (এওটি) কর্তৃপক্ষ বোমা সংক্রান্ত হুমকির বিস্তারিত কিছু জানায়নি।

 
                            -20250613131922.jpg) 
                                    -20250613123235.webp)
-20250613061111.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন