শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৩:১৮ পিএম

ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর ৫৫০টি ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৩:১৮ পিএম

ইউক্রেনীয় জরুরি পরিষেবা। ছবি- সংগৃহীত

ইউক্রেনীয় জরুরি পরিষেবা। ছবি- সংগৃহীত

ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এই হামলায় রাশিয়া প্রায় ৫৫০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে চালানো এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলা ছিল গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানান, রাজধানীর ওপর সরাসরি নিক্ষিপ্ত হয়েছে নয়টি ক্ষেপণাস্ত্র এবং ৬৩টি ড্রোন। এতে শহরের অন্তত আটটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসাবশেষ পড়েছে আরও ৩০টিরও বেশি স্থানে। হামলার ফলে শহরের রেলওয়ে অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে যাত্রী পরিবহণে দুই ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে।

রাজধানীবাসীরা জানিয়েছেন, শুক্রবার রাতের হামলা ছিল আগের যেকোনো হামলার তুলনায় বেশি ভয়াবহ।

একজন বাসিন্দা বলেন, ‘আগের তুলনায় অনেক বেশি ও মারাত্মক ছিল এবারের ড্রোন হামলা। আমরা বাঁচার জন্য সবাই আশ্রয় খুঁজছিলাম।’

ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত হয়েছে প্রায় ৫৩৯টি শাহেদ ড্রোন ও ডিকয়, ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি ইস্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি কিনঝাল অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

প্রতিরক্ষা বাহিনী আরও দাবি করেছে, এই হামলায় তারা ৪৭৮টি ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত বা নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে।

Shera Lather
Link copied!