ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নাসের হাসপাতালে ‘ইসরায়েলি’ হামলায় পাঁচ সাংবাদিকসহ ২১ জন নিহতের ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “গাজার নাসের হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ‘ইসরায়েল’ গভীরভাবে দুঃখিত।”
তিনি আরও বলেন, “আমরা সাংবাদিক, চিকিৎসক ও বেসামরিক নাগরিকদের কাজকে মূল্য দেই। সেনা কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে এবং ‘ইসরায়েল’র যুদ্ধ কেবল হামাসের বিরুদ্ধে।”
তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ‘ইসরায়েলি’ হামলায় ২০০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, ‘ইসরায়েল’ সাধারণত নিজেদের সেনাদের বিরুদ্ধে তদন্ত করলেও খুব কম ক্ষেত্রেই অপরাধ প্রমাণিত হয় বা শাস্তি দেওয়া হয়।
এর আগে গাজা উপত্যকার নাসের হাসপাতালে সোমবার ‘ইসরায়েলি’ হামলায় অন্তত ২১ জন নিহত হন। এর মধ্যে রয়েছেন ৫ সাংবাদিকও।
নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সংবাদমাধ্যম আলজাজিরার মোহাম্মদ সালামা, বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি, বার্তা সংস্থা এপি’র ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাক্কা, আহমেদ আবু আজিজ এবং মোয়াজ আবু তাহা।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালে উদ্ধারকর্মীরা নিহত হয়েছেন। গাজায় প্রতি মুহূর্তে এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে, যা প্রায়ই অদৃশ্য আর অপ্রকাশিতই থেকে যাচ্ছে।
আলবানিজ বলেন, ‘আমি রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ করছি—এই হত্যাকাণ্ড বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার আগে আর কতকিছু প্রত্যক্ষ করতে হবে? অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করুন...নিষেধাজ্ঞা আরোপ করুন।’
Prime Minister’s Office Statement:
— Prime Minister of Israel (@IsraeliPM) August 25, 2025
Israel deeply regrets the tragic mishap that occurred today at the Nasser Hospital in Gaza.
Israel values the work of journalists, medical staff, and all civilians.