ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

বিনামূল্যে চ্যাটজিপিটি-৫ উন্মুক্ত করল ওপেনএআই

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৫:৩৫ পিএম
ওপেনএআই-এর সর্বশেষ সংস্করণ জিপিটি-৫। ছবি- সংগৃহীত

ওপেনএআই তাদের সর্বশেষ ও সবচেয়ে উন্নত সংস্করণ জিপিটি-৫ উন্মুক্ত করেছে। নতুন এই মডেলটি সব ব্যবহারকারী বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। কোম্পানির দাবি, জিপিটি-৫ আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, দ্রুততম এবং কার্যকরী—বিশেষ করে লেখালেখি, কোডিং ও স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে। সংবাদমাধ্যম সিএনবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সাংবাদিকদের বলেন, ‘আমি জিপিটি-৪-এ ফিরে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেই অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না।’

২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর থেকে ওপেনএআই মূলধারায় জায়গা করে নেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সপ্তাহে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭০০ মিলিয়নে পৌঁছাবে।

ওপেনএআই আরও জানায়, জিপিটি-৫ এর ‘হ্যালুসিনেশন রেট’ আগের তুলনায় কম, অর্থাৎ ভুল তথ্য তৈরি করার প্রবণতা কমেছে। মডেলটি তৈরি করতে গিয়ে তারা পাঁচ হাজার ঘণ্টার সুরক্ষা পরীক্ষা সম্পন্ন করেছে। ঝুঁকিপূর্ণ প্রশ্নের জবাব সরাসরি এড়িয়ে না গিয়ে, জিপিটি-৫ দেবে ‘সেফ কমপ্লিশন’—যা আরও বুদ্ধিদ্বীপ্ত উত্তর দেবে।

ওপেনএআই-এর পোস্ট-ট্রেইনিং লিড মিশেল পোকরাস বলেন, ‘অনুমান এড়িয়ে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য প্রশিক্ষিত জিপিটি-৫।’

সংবাদ সম্মেলনে ওপেনএআই দেখিয়েছে, কীভাবে জিপিটি-৫ ব্যবহার করে ‘ভাইব কোডিং’ করা যায়। অর্থাৎ শুধু একটি লিখিত প্রম্পটের মাধ্যমে এআই দিয়ে সফটওয়্যার তৈরি করা। উদাহরণ হিসেবে ইংরেজি ভাষাভাষীদের ফরাসি শেখানোর জন্য একটি ওয়েব অ্যাপ তৈরির প্রম্পট দেওয়া হয়, যেখানে ফ্ল্যাশকার্ড, কুইজ, দৈনিক অগ্রগতি ট্র্যাকিং ও আকর্ষণীয় থিম থাকতে হবে। একই প্রম্পট দিয়ে জিপিটি-৫ দুটি ভিন্ন অ্যাপ কয়েক সেকেন্ডে তৈরি করে। যদিও কিছু খুঁত ছিল, তবে ব্যবহারকারীরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন।