ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি,  নিহত ২৬

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১২:৩৮ এএম
ডুবন্ত নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করছে কোস্টগার্ড। ছবি- সংগৃহীত

ইতালির দক্ষিণের দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবির ঘটনায়  ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই  সঙ্গে এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

এক  প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বুধবার (১৩ আগস্ট) ভোরে তারা লিবিয়ার ত্রিপোলি এলাকা থেকে দুটি নৌকায় করে রওনা হয়েছিলেন। পথে একটি নৌকাতে পানি ঢুকতে শুরু করলে সবাইকে অন্য নৌকায় স্থানান্তরিত করা হয়, তবে সাগরের উত্তাল ঢেউয়ে দ্বিতীয় নৌকাটিও ডুবে যায়।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, ৫টি জাহাজ, দুটি বিমান এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

ল্যাম্পেডুসায় ইতালীয় রেড ক্রসের কর্মরত ক্রিস্টিনা পালমা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, বেঁচে যাওয়া অভিবাসিদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং চারজন নারী ‘ভালো’ আছেন। তবে তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, প্রাথমিক পরিসংখ্যানে অনুযায়ী ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিল।

ইতালিতে ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেছেন, এই বছরের শুরু থেকে মধ্য ভূমধ্যসাগরে পাড়ি দেওয়ার সময় ৬৭৫ জন মারা গেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার আফ্রিকা থেকে সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে এবং মিত্র দেশগুলোর অভিবাসীদের অবৈধ যাত্রা দমন করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, বুধবারের এই ট্র্যাজেডি অবৈধ যাত্রা রোধ ও অভিবাসীদের  পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে।