পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তার দুই ছেলে সুলেমান খান (২৮) ও কাসিম খান (২৬)। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নীরবতো ভেঙে প্রথমবারের মতো বাবার বন্দিদশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দু’ভাই।
ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথের সন্তান সুলেমান ও কাসিম ব্রিটিশ নাগরিক।
বুধবার (১৪ মে) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সুলেমান ও কাসিম প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের বাবার বিষয়ে মুখ খুলেছেন। তারা জানিয়েছেন, আইনি ও অন্যান্য সব পথ ব্যর্থ হওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
নাগরিক সাংবাদিক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেন সাবেক ক্রিকেটার ইমরান খানের দুই ছেলে। দুই ভাই তাদের বাবাকে ‘নায়ক’ আখ্যা দিয়ে বলেন, এত দিন তারা প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু এখন আর চুপ থাকা সম্ভব হচ্ছে না।
২০২৩ সালে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন দুই ভাই। কাসিম খান বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের বাবা এত দীর্ঘ সময় ধরে কারাগারে থাকবেন। পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমাদের হাতে এখন খুব কম অপশন আছে, তাই আমরা মনে করি জনসমক্ষে কথা বলার সময় এসেছে।
তারা অভিযোগ করেন, ইমরান খান কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তার মৌলিক মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন করা হচ্ছে। কাসিম শঙ্কা প্রকাশ করে আরও বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে কিছু অভিযোগের সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
তাদের ভাষ্য অনুযায়ী, এখন তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইমরান খানের মুক্তির পথ খুঁজছেন এবং এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কাসিম বলেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ট্রাম্পের চেয়ে উপযুক্ত আর কে হতে পারে? আমরা আমেরিকার প্রেসিডেন্টের কাছে সাহায্য চাইছি।
তিনি আরও বলেন, আমরা আইনি পথে যা যা করা সম্ভব, সব করেছি। বাবার মুক্তির জন্য এবং পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। আমি মনে করি না, তিনি কখনো নিজের মুক্তির বিনিময়ে কোনো আপস করবেন।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ৭২ বছর বয়সী ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান। একটি দুর্নীতি মামলায় তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১৫০টি অভিযোগ রয়েছে। তবে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে করে আসছে।
আপনার মতামত লিখুন :