ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান অ্যাভিয়েশন অথরিটির (পিএএ) এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গত মাসে জারি করা এক নোটামে (নোটিস টু এয়ারম্যান) পিএএ জানিয়েছিল, ২২ আগস্ট থেকে কার্যকর নিষেধাজ্ঞা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে নয়াদিল্লি। পরে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। এ ঘটনা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক উত্তেজনায় রূপ নিলে পরবর্তী সময়ে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
পরে ২৪ এপ্রিল পাকিস্তানের সামরিক শীর্ষ কর্মকর্তারা ভারতবিরোধী বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দেন, যার মধ্যে ছিল ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া।
পিএএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত উড়োজাহাজের জন্য বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ভারতীয় এয়ারলাইন্স বা অপারেটরের মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব উড়োজাহাজের জন্য প্রযোজ্য। এর মধ্যে সামরিক ফ্লাইটও অন্তর্ভুক্ত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই নিষেধাজ্ঞা ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে কার্যকর হবে এবং আনুমানিক ২৪ অক্টোবর ২০২৫ ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।’