ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মার্কিন আগ্রাসন মোকাবিলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৩:০৮ পিএম
ভেনেজুয়েলার জাতীয় মিলিশিয়ার সদস্যদের হাতে দেশটির জাতীয় পতাকা । ছবি: রয়টার্স

গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। এর অংশ হিসেবে দেশজুড়ে অস্ত্র মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে সোভিয়েত আমলের পুরোনো সরঞ্জামও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে  এ তথ্য জানা যায়।

এর আগে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমুদ্রের পর এবার ভূমি হবে পরবর্তী লক্ষ্য। ইতিমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন সামরিক সেনা উপস্থিতি জোরদার করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ট্রাম্প সরকার তাঁকে উৎখাতের চেষ্টা করছে।