বৈদ্যুতিক গাড়ি (ইভি) তীব্র প্রতিযোগিতা ও সিইও ইলন মাস্কের রাজনৈতিক বিতর্কের মধ্যে টেসলা গাড়ি বিক্রিতে আবারও বড় পতন দেখা গেছে। এই পতন কোম্পানির জন্য আরও কঠিন সময় তৈরি করেছে।
বুধবার (২ জুলাই) টেসলা জানিয়েছে, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে তারা ৩ লাখ ৮৪ হাজার ১২২টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। যদিও এই বিক্রির হার বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের কাছাকাছি ছিল, তবুও এটি টেসলার জন্য বড় উদ্বেগের কারণ।
এই পরিসংখ্যান বৈদ্যুতিক গাড়ির বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা প্রতিফলিত করে। এক সময় টেসলা এই বাজারে একচেটিয়া আধিপত্য করলেও এখন চীনের বিওয়াইডি এবং অন্যান্য সাশ্রয়ী মূল্যের কোম্পানি, সেইসঙ্গে জেনারেল মটরস, টয়োটা ও ভক্সওয়াগেনের মতো পুরনো গাড়ি নির্মাতারা এই খাতে ব্যাপকভাবে প্রবেশ করেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রে ইভি ট্যাক্স ক্রেডিট শেষ হওয়ার সম্ভাবনা এবং আমদানিকৃত গাড়ির ওপর বাড়তি শুল্কের আশঙ্কায় বৈদ্যুতিক গাড়ির চাহিদাও কমেছে।
শুধু টেসলা নয়, অন্যান্য ইভি নির্মাতা কোম্পানিও বিক্রিতে পতনের মুখে পড়েছে। বুধবার ভলভো জানিয়েছে, গত জুন মাসে তাদের সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২৬ শতাংশ কমেছে। একইভাবে, রিভিয়ান জানিয়েছে, তাদের বিক্রিও গত বছরের তুলনায় ২২ দশমিক ৭ শতাংশ কমেছে।
বিক্রয় ও স্টকের উপর মাস্কের চাপ
টেসলার সিইও ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে কোম্পানির বিক্রি ও স্টকের ওপর সরাসরি প্রভাব ফেলছে। ডানপন্তি ব্যক্তিত্বদের প্রকাশ্যে সমর্থন করায় মাস্ক বয়কট ও সমালোচনার মুখে পড়েছেন, যার ফলে টেসলার গাড়ি বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

মাস্ক ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় ২৭০ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছেন। এই পদক্ষেপ রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
তবে সম্পর্ক এখন আর আগের মতো নেই। ট্রাম্পের প্রস্তাবিত বিশাল কর ও ব্যয় পরিকল্পনা, যাকে তিনি ‘বিগ বিউটিফুল বিল’ বলে অভিহিত করেছেন, তা নিয়ে মাস্ক প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মাস্ক বলেন, এই বিল যারা সমর্থন করছেন তারা আসলে ‘ঋণের দাসত্ব’ চাপিয়ে দিচ্ছেন।
এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের একটি বিভাগকে নির্দেশ দিয়েছেন, যেন তারা মাস্কের কোম্পানিগুলো কতটা সরকারি ভর্তুকি পাচ্ছে তা খতিয়ে দেখে। এরই প্রভাবে টেসলার শেয়ার মূল্য মঙ্গলবার ৫ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে বাজারে বন্ধ হয়েছে।
টেসলার ভবিষ্যৎ কি উজ্জ্বল?
বিশ্লেষকদের মতে, টেসলা এখন কিছু চ্যালেঞ্জের মুখে থাকলেও ভবিষ্যৎ মোটেও অন্ধকার নয়। কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় মডেল ওয়াই ও থ্রি-এর উৎপাদন দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে, যা টেসলার জন্য ইতিবাচক দিক নির্দেশ করছে। এই সময়ে কোম্পানিটি মোট ৩ লাখ ৯৬ হাজার ৮৩৫টি গাড়ি তৈরি করেছে, যা প্রথম প্রান্তিকের তুলনায় (৩ লাখ ৪৫ হাজার ৪৫৪) অনেক বেশি।
ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস আল-জাজিরাকে এক নোটে বলেন, ‘আমরা মনে করি টেসলা আগামী বছরগুলোতে দ্রুত প্রবৃদ্ধির পথে থাকবে। বিশেষ করে মডেল ওয়াই-এর রিফ্রেশ সংস্করণ বাজারে এলে ২০২৫ সালের শেষার্ধে ডেলিভারি উল্লেখযোগ্যভাবে বাড়বে।’
টেসলার সিইও ইলন মাস্ক স্বীকার করেছেন, তার ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড যেমন সরকারি দক্ষতা সংস্থার প্রধান হিসেবে ভূমিকা পালন ও ইউরোপীয় ডানপন্থিদের প্রতি সমর্থন কোম্পানির ক্ষতির কারণ হয়েছে। তবে বিক্রির হ্রাসের জন্য তিনি মূলত দায়ী করেছেন গ্রাহকদের ‘অপেক্ষা না করার মনোভাবকে’। অনেকেই মডেল ওয়াই-এর নতুন সংস্করণ আসার আগেই সিদ্ধান্তহীনতায় কিনছেন না, যা সাময়িকভাবে বিক্রি কমিয়ে দিয়েছে।
টেসলা বর্তমানে স্বয়ংক্রিয় প্রযুক্তি, রোবট ও রোবোট্যাক্সির উন্নয়নে বেশি জোর দিচ্ছে, যেখানে চালকের দরকার হয় না। টেক্সাসের অস্টিনে রোবোট্যাক্সির পরীক্ষামূলক চলাচল বেশিরভাগ ক্ষেত্রেই সফল হলেও কিছু দুর্ঘটনার কারণে এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল নিরাপত্তা সংস্থার তদন্তের মুখে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, একটি টেসলা ক্যাব ভুল লেনে চলে যাচ্ছিল।
তবে বিনিয়োগকারীরা এখনও আশাবাদী। আজ বুধবার নিউ ইয়র্কে টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে, যদিও গত পাঁচ দিনে শেয়ারটি ৩ দশমিক ০২ শতাংশ কমে গেছে।
আপনার মতামত লিখুন :