ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৫০ 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৪৯ এএম
টেক্সাসের সান অ্যাঞ্জেলোতে আকস্মিক বন্যায় প্লাবিত ঘরবাড়ি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এদিকে, ক্যাম্প মিস্টিক নামের একটি গার্লস সামার ক্যাম্পে অংশ নেওয়া চারজন শিশুর মৃত্যুর কথা তাদের পরিবার নিশ্চিত করেছে। এখনো অনেক পরিবার তাদের সন্তানদের খোঁজে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

আকস্মিক এ বন্যার পর কের কাউন্টির ওই ক্যাম্প থেকে ২৭ জন কিশোরী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করতে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রাখা। কিছু এলাকায় পানি নামলেও পরিস্থিতি এখনো বেশ সংকটজনক।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গভর্নর অ্যাবট ঘোষিত ফেডারেল দুর্যোগ পরিস্থিতিকে অনুমোদন দিয়েছে। এর ফলে টেক্সাসে দ্রুত ত্রাণ ও সহায়তা পাঠানো সম্ভব হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দুর্যোগে কেন্দ্রীয় সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করলেও, এই পরিস্থিতিতে তারা টেক্সাসকে সহায়তা দিতে সম্মত হয়েছে। 

পূর্বাভাসকরা সতর্ক করেছেন যে, এই সপ্তাহান্তে মধ্য টেক্সাসে আরও বন্যা দেখা দিতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার এই অঞ্চলে ২ থেকে ৫ ইঞ্চি (৫ সেমি থেকে ১২ সেমি) বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল।