যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের হলিউডে একটি নাইটক্লাবের বাইরে লাইনে দাঁড়ানো মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিকে আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দ্য ভারমন্ট হলিউড’ নামের একটি মিউজিক ভেন্যুর সামনে মূলত নারীদের একটি দীর্ঘ লাইন ছিল, ঠিক তখনই একটি গাড়ি সরাসরি ভিড়ের ওপর উঠে যায়।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, গাড়ির চালক ঘটনাস্থলে পৌঁছে ইউটার্ন নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। ফলে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পরই স্থানীয়রা চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন এবং সেই সময় এক ব্যক্তি তাকে গুলিও করেন। পরে চালককে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। তার শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।
ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাতে থেমে আছে এবং চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনকে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।