ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

৯৩ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা ইইউর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১২:৫৬ পিএম

পহেলা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখলেও পাল্টা পদক্ষেপ কি হবে তা ঠিক করেছে ইউরোপীয় কমিশনও। ৯৩ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপের পরিকল্পনা করছে তারা।

এদিকে জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট বাণিজ্য এবং নিরাপত্তা ইস্যুতে বার্লিনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ট্রাম্পের শুল্কারোপের হুমকি ও এর বিপরীতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। বৈঠকে বাণিজ্য নীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জার্মান চ্যান্সেলর। ম্যাখো জানান, সর্বনিম্ন শুল্ক হার বজায় রেখে মার্কিন শুল্ক আক্রমণের মোকাবিলা করবেন তারা।

দুই পক্ষের এই আলোচনা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে শুল্ক নীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে। ম্যাক্রোঁ ও ম্যার্ৎসের আশাবাদ, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হবে, যা মার্কিন ৩০ শতাংশ শুল্কের বদলে ১৫ শতাংশ শুল্ক আরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই হারে গাড়ি, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন শিল্প খাত প্রভাবিত হতে পারে।

এ ছাড়া, বুধবার (২৩ জুলাই) কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা ২১ বিলিয়ন এবং ৭২ বিলিয়ন ইউরোর দুটি আলাদা শুল্ক তালিকা অনুমোদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের কাছে পাঠাবে। যা কার্যকর হতে পারে ৭ আগস্ট থেকে।