‘ইসরায়েল’-এর বিরুদ্ধে নতুন নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি।
সোমবার (২৮ জুলাই) গোষ্ঠীটির সামরিক শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্বের নৌ অবরোধ ঘোষণা করছি। অবরোধ চলাকালে লোহিত সাগর দিয়ে ‘ইসরায়েল’-এর বন্দরের উদ্দেশে যাওয়া যেকোনো কোম্পানির জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এক্ষেত্রে ওই কোম্পানির নাম বা কোম্পানিটি কোন দেশের সেসব বিবেচনা করা হবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বিশ্বের প্রতিটি জাহাজ কোম্পানির উদ্দেশ্যে আমাদের আহ্বান, এই বিবৃতি প্রকাশের পর যত দ্রুত সম্ভব ‘ইসরায়েলি’ বন্দরের সঙ্গে যাবতীয় চুক্তি ও সমঝোতা স্থগিত করুন। নইলে যেকোনো জায়গায়, যেকোনো অবস্থায় আপনাদের জাহাজ আমাদের ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের শিকার হবে।”
বিবৃতিতে হামলা থেকে বাঁচার উপায়ও বাতলে দেয় হুথি। এ জন্য বিশ্বের সব দেশকে গাজায় আগ্রাসন ও দখলদারিত্ব বন্ধে ‘ইসরায়েল’কে চাপপ্রয়োগ করতে বলা হয়।
হুথিদের বক্তব্য, গাজায় যা চলছে তা এই বিশ্বের কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ‘ইসরায়েলি’ এ বর্বর হামলায় এ পর্যন্ত প্রায় ৬০ হাজর ফিলিস্তিনি নিহত হন।